এক ক্ষুদ্র গোলক—পৃথিবীর তার নাম,
৫১ কোটি বর্গ কিমির অভিমান।
রবির কোলেতে লুকানো এ গোলক,
সূর্যের বুকে দাউ দাউ আগুন,
১.৫ কোটি ডিগ্রি সে’র টগবগে শিখা।
কত দূরে রইলে আমরা ৪০-৫০ ডিগ্রি আমাদের অনুভব।
"মিল্কিওয়ে" গ্যালাক্সিতে সূর্যের স্থান,
অগণিত নক্ষত্রের এক অসীম মাঠখান।
নক্ষত্রের মাঝে "স্কুটি" বিরাট,
৫০০ কোটি সূর্য তার ভোজের নাগাত।
৯৫ হাজার আলোকবর্ষ দূরে বসত তার,
মহাবিশ্বের কোণে সে করে বিহার।
পৃথিবীর এক পাশে ৭ মহাদেশ,
৮ মহাসাগর আর মানুষের বসবাস।
সুখ-দুঃখ, প্রেম-ঘৃণা, রাজনীতির আড্ডাখানা,
সবই যেন ক্ষুদ্র গোলক ধাঁদা।
১৩ লক্ষ পৃথিবী গিলে নেয় সূর্যের এই প্রাণ,
আমরা কত ক্ষুদ্র, কতই তুচ্ছ জ্ঞান!
কোথায় এর শেষ? কে দেয় পথ?
তিনি রব (আল্লাহ), তিনি দেন অনুভবের দীক্ষা।
মহাজগতের এই বিস্তৃত বুনন,
তাঁর হাতের সুতায় বাঁধা প্রতিটা মনন।
আমরা কি চিনি তাঁকে? চিনি তাঁর ক্ষমা?
তিনি সব কিছুর ওপরে, তিনি করেন করুনা।