এ কেমন বর্বরতা,নিষ্ঠুরতা আর অধিকারহীনতা?
এ কেমন গোত্র বাদ আর অজ্ঞতার আইয়ামে জাহেলিয়াত?
জীবন্ত কন্যা দাপনের একি নমুনা?
কোথায় ছিল স্নেহ আর কোথায় ছিল মায়া?
সত্যের শহরে ছিল কী অসত্যের বহর?
অসত্যের ছায়া কি ঢাকতে পারে সে প্রহর?
অন্ধকার কেটে আলোর প্রতীক্ষা শুরু,
শুভ আগমন হলো মানবতার গুরু।
পিতা হারিয়ে আসলেন তিনি;
মা আমেনার ঘরে,খানিক বাদে;
মা হারালেন ৬ বছরের তরে।
পেলেন আশ্রয় চাচার ঘরে,
ন্যায় নিষ্ঠা আর সততার জোরে
আল-আমিন বলে ডাকতো তারে।
ধীরে ধীরে বাড়লো বয়স ঠেকল যখন ৪০ এ ;
হেরা গুহায় ধ্যান কালীন ;
ওহির আলো আসলো তেড়ে।
ধীরে ধীরে করলো প্রচার;
কখনও প্রকাশ্য দিবালোকে;
আর কখনও বা গোপনে।
শুরু হলো নবুয়তের যাত্রা মহীয়ান,
পৃথিবী পেলো এক নতুন দিশার সন্ধান।