মানুষের চাওয়া-পাওয়ার ধারা,
জীবন জুড়ে কেবল স্বার্থের তাড়া।
উকিল চায় ঝামেলার জালে পড়,
ডাক্তার চায় রোগীর যেন অসুখ হয়।
পুলিশ চায় বেআইনী পথে হাঁটো,
ইলেকট্রিশিয়ান চায় তার জ্বলে পুড়ুক।
মুচি চায় জুতো ছিঁড়ে গিয়েই তার কাছে আসুক,
বাড়িওয়ালা চায় বাড়ির স্বপ্ন মরে যাক।
তিনটি জিনিসে ভরসা নেই,
নদীর পাড়, ব্রেকহীন গাড়ি, বালির বাঁধে।
তিনটি জিনিস আসে কেবল একবার—
মাতা-পিতা, যৌবন আর সৌন্দর্য্য।
যা যায় না ফিরে, কথা আর গুলি,
আর সেই রূহ, যা জীবন থেকে ছুটি।
মৃত্যুর পর যা থাকে পাশে,
সু-সন্তান, ভালো কাজ আর ইলমের দান।
চুরি, মিথ্যে, চোগলখুরী,
সম্মান নষ্টের বড় মূলধারী।
রাগ, জিহ্বা আর মন—
এসব আয়ত্তে রাখাই উত্তম।
মিথ্যে, অহংকার, অভিশাপ—
এসব থেকে থাকা উচিত আলাদা।
কলম, কথা আর কদম চিনে ব্যবহার,
তাহলেই জীবন হবে সত্যিকার।
নুপুরের দাম হাজার, তবু স্থান পায় পায়ে,
টুপির দাম দশ টাকা, তবু স্থান মাথায়।
নুনের মতো কঠিন হলেও হকের কথা বলাই বন্ধু,
মিষ্টিতে তো পোকা ধরাই সত্য।
মানুষ মদে পানি মেশায়,
তবু দুধে সন্দেহ সবসময়।
তাকে জানোয়ার বললে রাগে,
আর সিংহ বললে খুশি হয় তার মুখ।
মানুষ বড়ই আজব প্রাণী,
এটি সবচেয়ে জটিল আর রহস্যময় বাণী।