রাত্রি নামে, ঢেকে দেয় আলো,
চোখের পাতায় শুরু হয় নীরব চলাচল।
আণুবীক্ষণিক সেই ক্ষুদ্র প্রাণী,
আমাদের মুখে রাখে অতীব যত্নে।

ঘুমের ভেতরে, অজানা তারা,
পাপড়ির গভীরে জীবন গড়া।
স্ত্রী মাইট ডিম রাখে লোমের কোণে,
নতুন জীবন শুরু হয় সূর্যের দোড়ে।

মরা চামড়া খায়, প্রসাধন করে,
অতলে থাকে, আড়ালে ঘুরে।
আমরা জানি না, কত অদেখা প্রহর,
তাদের কৃপায় সুন্দর মুখের গঠন।

তারা যেন কৃষক, পরম যত্নে বুনে,
মরা কোষের জমি নতুন সৃষ্টিতে জুড়ে।
তারা কি শুধুই প্রাণী, না প্রকৃতির কবি?
ক্ষুদ্র অণুতে ভরা তাদের প্রাণের গীতি।