মা, তোমার আঁচলে সুখের ঘ্রাণ পাই,
বাবা, তোমার ঘামে জীবনের মানে খুজে পাই।
মায়ের মিষ্টি হাসিতে দিন কাটে যায়,
বাবার কষ্টের টাকায় স্বপ্ন দেখি হাজার শত।
মা আমায় জড়িয়ে রাখো স্নেহের বন্ধনে,
বাবা দেখাও পথ, আলো দাও জীবনের রঙ্গে।
মায়ের স্নেহে যে জীবন শুরু,
বাবার সংগ্রামে সে জীবন পূর্ণ হয়।
মা শোনেন আমার দুঃখের কথা,
বাবা শিখায় জীবনযুদ্ধ আর সংগ্রামের কথা।
মায়ের কোলে পাই স্বস্তির ছায়া,
বাবা আনেন সুখ, দুঃখের কঠিন বাস্তবতা।
তোমরা দুজনেই আমায় করেছ বড়,
মায়ের মমতা আর বাবার দায়িত্বে গড়া।
আদরের ছোট্ট ছেলে আমি,
তবু জানি না সব, তবু ভালোবাসি চিরকাল।
মা আমার পৃথিবী, বাবার শাসন যে আমার সঠিক পথের দিশা,
তোমাদের ভালোবাসায় আমার জীবন পূর্ণতা পাক,পূরণ হোক আশা।