কোডের বাঁধনে, তথ্যের মাঝে,
বুদ্ধিমত্তা এলো নতুন সাঁঝে।

কাজ করে ক্লান্তি ছাড়া,
গণনা, চিন্তা, নিখুঁত ধারা,

রোবটের মাঝে প্রাণের ছোঁয়া,
কৃত্রিমতা পেল এক বিশাল মোয়া।

মিলিয়ে দেয় ছবি আর মুখ,
চালায় গাড়ি চালক ছাড়া,

ভাষার ভেদে কথা বলে,
সব ভাষাতেই উত্তর মেলে।

রোগের খোঁজে যায় হৃদয়ের গভীরে,
জ্বালায় আলো গবেষণার দ্বারে,

তবু কৃত্রিম এই বুদ্ধিমত্তা,
কাজ করে কোনো ক্লান্তি ছাড়া,

সঠিক পথ দেখায় মানুষকে,
ভুলের জগৎ এড়ায় তারা।

যন্ত্র যতই বড় হোক,
বুদ্ধি ততই কৃত্রিম হোক,

যন্ত্র নির্ভরতা কমানো হোক,
মানবিকতার ক্ষয় না হোক।

তবুও;প্রশ্ন মনে রয়েই যায়,
এই কৃত্রিমতা শেষ হবে কোথায় ?