দূর প্রবাসের মরুর ধুলায় ভেজা তোমার দিন,
মায়ের কষ্টে তুমি কেন এমন কঠিন?
আমার বড়ো ভাই, শোনো হৃদয়ের ডাকে,
ভুল কি কার সে নিয়ে কেন এতো রাগ অভিমান?
বাবা চিন্তায় বসে আছে চুপ,
বোন ও খেতে বসেনি, মন ভীষণ রূপ।
তোমার অভিমান কি পারবো আমরা মিটতে?
মায়ের দুঃখ কি তুমি পারবে ভুলতে?
তুমি যে আমাদের ঘরের আলো,
তোমার অভিমানে কেন সংসার এতো কালো?
রাগ ভাঙো ভাই, ফিরে এসো ঘরে,
আসো মায়ের বুকের কাছে, হৃদয়ের তরে।
সুখের কথা, দুঃখের গান,
শাসন, ছাড়া কি হয় মনের মান?
আমিই যে তোমার ছোটো, বুঝিয়ে বল সব,
আঁধার ভাঙবে আলোয়, দেখবে তুমি রব।
অভিমান রেখে লাভ কি ভাই?
মায়ের চোখে তো শুধুই কান্না ঠাই।
এসো একসাথে, ভাঙাই এ ভুল,
ভালোবাসায় ভরে যাক রাগের পুতুল।
(21/10/24) time 12:00 am