শব্দের স্রোতে বয়ে চলি আমি;
সাদা পাতায় ছড়িয়ে দিই ভাব,

তোমার ভাষায় আমি লিখি,
গান, গল্প, আর মনের অনুভূতি।

আমার হৃদয়ের কালো রক্তে,
লিখি বাংলার ইতিহাস;

আমি সৃষ্ট ,করি সৃষ্টি,
খুঁজি বিস্ময় দূরদৃষ্টি।

মৃত্যু লিখে ভেঙে যাই আমি,
নিঃশব্দে কাঁদাই অপরাধী।

শত চিন্তা গল্পে লিখি,
কবিতায় বেঁধে রাখি ইতিহাসের ছবি।

আমি নই শুধু সরঞ্জাম অস্ত্র বটে,
তুমি হয়ে গর্জে উঠি ,প্রতিবাদের তটে।

আমি তোমার সাহসের হাত।
সারা জীবন লিখে যাবো সত্যের আয়াত।