আমরা থাকি কে-এন-আই হলের দুই হাজার দশে,  
চারজনের সিট, আছি তিনজনে–গল্প জমে ওঠে প্রতিটি দিনে।  
আমি, দ্বিন, আর মোনা – আমরা তিন জন,  
চতুর্থ জন নেই, শুধু তার জন্যে কত স্বপ্নের জয় গান।

দ্বিন ভাই আমাদের দরদী বন্ধু, মিষ্টভাষী, সদা হাসি মুখ,  
প্রতিবাদে বজ্র কন্ঠ, প্রেমিক সে, আবেগে স্নিগ্ধ শোভা মুগ্ধ।  
উত্তর-পূর্ব কোণে তার সিট, হাসি-ঠাট্টা, গল্পের মেলা,  
কখনো একটু বেশি অভিমান, আবার ভেঙে যায় যত রাগ অভিমান।

মোনা অলস, তবু বুদ্ধির ছাপ, অলক্ষ্যে সে প্রেমিক সজাগ,  
রাগলে উত্তপ্ত, তবু সহজেই মনের মায়ায় হয়ে যায় শান্ত।  
নীলফামারীর ছেলে, চুপচাপে হাসায় দুনিয়া,  
তার আসন পশ্চিম কোণে, ভাবের ভঙ্গিমা নানান রঙে রঙিন।  

আর চতুর্থ সেই জন, নাম না জানা এক প্রকৌশলী,  
সে আসে না, তবু তার আসন ছুঁয়ে কত পরিকল্পনার বাহন।  
কখনো ভাবি ঘুরতে যাবো, কখনো রান্না, হেসে ঠাট্টায় বলি তার কথা,  
প্রতীক্ষায় কাটে দিন, তার সিটে বসে রঙিন স্বপ্ন দেখা।

সকাল আটে বের হই ক্লাসের টানে,  
সারাদিন ক্লাস, ল্যাব, আর টিউশনির তাড়নায় বাঁধা এই প্রাণে।  
রাতের ঘুমে ক্লান্তি মিশে, শেষ হয় একদিন,  
ভোরের রোদে আবার ছুটে, দিন শুরু হয় নতুন করে।

কে এন আই হল কক্ষ নং ২০১০ আমাদের গল্পের ঠিকানা,  
তিন বন্ধু আর এক অপেক্ষা, হাসি-আবেগে বোনা জীবন নয়কো বৃথা।  
দিন যায়, কালের স্রোতে, স্মৃতিরা জমে খাঁটি সুরে,  
কোনো একদিন হয়তো, ফিরবে সেই প্রকৌশলী, সপ্ন পূরণের টান।  

আর আমি?
নীরব কবি, লিখে যাই কক্ষ ২০১০ এর গান।
"দ্বিনের" আবদার মিটাতে গিয়ে;
লিখে গেলাম এই সৃতি অম্লান।


কাজী নজরুল ইসলাম হল, ডুয়েটঃ  
২০১০ নং কক্ষ থেকেঃ
০২ নভেম্বর,২০২৪
সময়ঃ ১২ঃ২৩