অন্ধকার নামে, ঢেকে দেয় আলো,
ধ্বংসের আওয়াজে কেঁপে ওঠে গ্রহতল সব কালো।
পাহাড় গলে, নদী উধাও,
আকাশে ছড়ায় আগুনের ছায়া দাও দাও।
সূর্য নিভে যায়, চাঁদ ঝরে পরে,
তারা খসে পড়ে আকাশের গহ্বরে।
পৃথিবী থরথর কাঁপে অবিরত,
কিয়ামতের শঙ্খ ধ্বনি বাজে প্রতিপদ।
মানুষ দিশেহারা, চিৎকারে ভরে যায়,
পাপের স্মৃতি সব চোখের সামনে ফিরে আসে।
কে যাবে কোথায়? কারো পথ জানা নেই,
ভীষণ বিভীষিকায় চারিদিকে শুধু অন্ধকার দেখা দেয়।
সাগরের জল ছুটে আসে ডাঙায়,
পৃথিবীর মাটি ভেঙে পড়ে করুণ প্রলয়ে।
গর্জন তোলে মহাশক্তির ঝড়,
মানবতার ভাগ্যে যেন আসে শেষ চরম আদেশ।
সেদিন কেউ কারো নয় আপন,
ধনী-গরিব একসাথে সব সমান।
পাপের ভারে ঝুঁকে পড়ে মাথা,
চূড়ান্ত হিসাব কসা হবে সেদিন।
জীবনের বই হতে মুছে যায় নাম,
কার পাপ কতো? কার ভালোর কত দাম?
প্রভু জিজ্ঞাসা করবেন, "কি করে কাটালে জীবন?"
তখন কাঁপবে হৃদয়, থমকে যাবে বিবেকের কণ্ঠস্বর।
তাহলে হুঁশ ফেরাও, মানুষ হও সৎ,
কিয়ামতের দিন অপেক্ষায়।
তোমার আমল হবে পরিত্রাণের চাবি,
পৃথিবীর লোভে নয়, প্রস্তুত হও পুনরুত্থানের লাগি।