কেন গরীবের ঘরে দুমুঠো খাবার নেই?  
কেন কিছু মানুষ পথের ধারে বসে রাত কাটায়?  
কেন শিশুরা শৈশব হারায়, খাটে কারখানায়?
কেন তাদের হাতে খেলনা নয়, শুধুই শিকল বাঁধা?

কেন মা হারায় সন্তানকে বিনা চিকিৎসার দায়ে?  
কেন কিছু মানুষ হাসে, আর কিছু কাঁদে নিরুপায়?  
কেন শিক্ষার আলো পৌঁছায় না সব নিড়ে?
কেন বিদ্যুতের রেখা থামে কিছু অন্ধকার কোণে?

কেন বন্ধুর মুখটি ঢাকা মনে মুখোশে?  
কেন বঞ্চিত এত অধিকার, কেন শাসকের মিথ্যা রসিকতা?  
কেন জ্ঞানের আলোর পরিবর্তে অন্ধকারের ঢেউ?  
কেন মানবতার নামে শোষণ, কেন অধিকার হারায় কেউ?

কেন দিন মজুরের ঘামে সেজে ওঠে রক্ত চোষক অট্টালিকা?  
কেন তার জীবন কাটে দুঃখে, তবু নেই সে গল্পের কাব্যলিকায়?  
কেন নিরীহ মানুষ পায় না ন্যায্য বিচার?
কেন ক্ষমতার আসনে বসে শুধু অবিচারের কাঁটা?

কেন এই সমাজ এমনই থেকে যায়?  
কেন ন্যায়ের নামে প্রতিনিয়ত অন্যায় উঁকি দিয়ে যায়?  
কেন মানুষ মানুষের পাশে নেই, কেন এত দ্বন্দ্ব বিরাজমান ?  
কেন আকাশে পাখি উড়ে, অথচ খাঁচায় বন্দী মানুষের মন?

কেন এত কবিতা পড়েও নেই কোনো অনুভূতি?
কেন এই সাধুবাদ লিখা পড়ায় থেকে যায়?
কেন সত্যের কলম মিথ্যা সাক্ষ্য লিখে যায়?
কেন এত প্রশ্ন ? এত উত্তর তুমি পাবে কোথায়?