যখন;
আল্লাহ বলবেন,
"তোমরা নিরাপদে প্রবেশ কর শান্তির ঘরে (জান্নাতে)।"(সূরা আল-হিজর, ১৫:৪৬)
তখন;
জীবনের সকল ক্লান্তি মুছে যাবে চিরতরে।

হাদিস বলে, যারা রাখে ঈমানের শক্তি,
সেই হবে জান্নাতি, পাবে চিরন্তন মুক্তি।

সেখানে নদী বইছে মধু আর দুধের ধারা,
গাছে গাছে ঝুলে আছে ফলের মেলা ,

যা চায় মন, তাই পাবে হাতে হাতে,
তৃপ্তির স্বাদ মেলবে প্রতিটি নিয়ামতে।

ফল মূলের বাগান, ছায়াঘন বৃক্ষরাজি,
না জানি কত কি দেখেনি কভু ধারার চক্ষু-রাজি।

নদীর ধারে শান্তির সুর,
বেজে উঠবে শোকরের বাণী ,

যে পথে চলে হালাল রিজিকের আহ্বান,
সেই পথে জান্নাতের দরজা খোলে প্রতিদিন।

ওজুর পরে পড়িলে সে দোয়াখানি,
আটটি দরজাই ডাকবে তারে শুধু প্রবেশের লাগি।

কত রঙের ফুল, কত রঙের আলোর গ্লানি,
কভু কল্পনাও করতে পারবেনা জানি।

তুমি যা ভাব, তার থেকেও বেশি স্বপ্নের আধার,
এখানে নেই ক্লান্তি, নেই কোনো দুঃখের ভার,

জান্নাতের সৌন্দর্য যে, আল্লাহর প্রিয় উপহার।
সব শেষে যারা ধৈর্য ধরে, করবে জিকিরে মন,

জান্নাত তাদের অপেক্ষায়,
আল্লাহর অশেষ রহমান।