জাহান্নাম, এক আগুনের গভীর গহ্বর,
অন্ধকারে ঘেরা তার প্রতিটি কর্ণধার,
যেখানে শুধু শাস্তির ঢেউ বয়ে যায়,
সেখানে কোনো শান্তির ছায়া নেই।
তপ্ত আগুন,পাথর যাহার লাকড়ি,
চামড়া জ্বলে পুড়ে যায়, কিন্তু থামে নাকো শাস্তি ।
প্রচণ্ড বেগে লাফিয়ে ওঠে লেলিহান অগ্নি শিখা, যেন,
পাপ আত্মার এমন চিৎকার কেউ শোনেনি কোথাও কভু।
যারা ধোঁকা দেয় মানবতার মুখে,
মিথ্যা আর অন্যায়ের পথে গেছে সুখে,
শিরকের পথে যারা গড়েছে জীবন,
তাদেরই অপেক্ষায় রয়েছে জাহান্নামের তিক্ত বেদন।
এগিয়ে যাও তুমি সৎ কর্মের ছায়ায়,
তাহলেই জাহান্নাম থেকে পাবে মুক্তির উপায়।
তবে আল্লাহর রহমত কখনো হয় না ক্ষীণ,
তাওবার দরজা খোলা, ফিরে আসো তুমি যতদিন।
ঈমানের আলো জ্বালিয়ে রাখো হৃদয়ের গহীনে,
নামাজ, রোজা আর যাকাত করো নিয়মের অধীনে।
এগিয়ে যাও তুমি সৎ কর্মের ছায়ায়,
তাহলেই জাহান্নাম থেকে পাবে মুক্তির উপায়।
যদিও আল্লাহ বলেনঃ
“এটাই তাদের পরিণাম — জাহান্নাম। সেখানে তারা পাবে শয্যা আর আগুন হবে তাদের আবরণ। “(সূরা আল-ইমরান, আয়াত -১৯৭ )
তবুও আমাদের চেতনার হয় নাকো জাগরণ।