জ্ঞান দান করলেন প্রভু, যাহা জানি না আগে,  
মানবতার কল্যাণে খুললেন নতুন দ্বার।  

লোহার শক্তি পাঠালেন, করলেন উপকার,  
প্রকৌশল আর নির্মাণে বানালেন পথহার।  
  
নৌযান, পশু, যাতায়াত—সবই আল্লাহর দান,  
পথচলায় সহজ হলো জীবনের অভিযান।  

দাউদ (আঃ) পেলেন কারিগরি, লোহা হলো নরম,  
সোলায়মান জানলেন শিল্প, পিতলের ঝর্ণা বর্ষণ।  

বললেন, পৃথিবী ভ্রমণ করো, দেখো সৃষ্টির পথ,  
গবেষণায় খুঁজে পাবে নতুন জ্ঞানের রথ।  

জ্ঞানীর কাছে শেখার কথা, জানার নেই শেষ,  
প্রযুক্তিতে অগ্রগতি, আল্লাহর নির্দেশ।  

জ্ঞানী আর মূর্খ সমান নয়, এ কথাটি জানো,  
জ্ঞানচর্চায় আল্লাহ দিলেন চিরন্তন মান।  

প্রযুক্তির এই দিশা আল্লাহর দান, যদি করো সঠিক অনুসন্ধান,  
কল্যাণের পথে এগিয়ে চলো, জ্ঞানের আহরণে করো আহ্বান।  
কুরআনের আলোয় জীবন সাজাও, সতর্কে রেখো নিজের জ্ঞান।