একটি বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়,  
তর্কের পথ যেন কাঁটার জাল হয়ে রয়।  
"পৃথিবী লম্বা," কেউ যদি বলে,  
হাসি মুখে ছেড়ে আসা শ্রেয়তর হয়।  

একটি বয়স পেরিয়ে বোঝা যায়,  
কেউ কারও মন পাল্টায় না তর্কের হাওয়ায়।  
নিজের চিন্তা, নিজের দিশা,  
সবার পথেই আলাদা কিছুর সূচনা হয়।  

একটি বয়স পেরিয়ে মানুষ জানে,  
আপনার ভালোবাসার মাপকাঠি,
অন্যের ভালোবাসায় মেলে না।  
আপনার গুরুত্ব কারো জীবনে,
ঠিক ততটাই যতটা তার প্রয়োজন।  

একটি বয়স পেরিয়ে আসে অনুভূতি,  
বেশি করে, ভালো হতে চাওয়া যেন অর্থহীন।  
নিজের কাজ, নিজের জগৎ,  
তার মাঝেই যেন লুকিয়ে থাকে শান্তির আবাসন।  

একটি বয়স পেরিয়ে শিখে যায়,  
কারও উপর চাপিয়ে দেয়া নয় বুদ্ধির কাজ।  
আপনার দৃষ্টিতে যা সত্য,  
অন্যের কাছে তা স্রেফ অপূর্ণ ধারণা।  

একটি বয়স পেরিয়ে আসে এক নতুন দিন,  
যেখানে চাওয়া-পাওয়ার হিসাব শেষ।  
রাগ, ক্ষোভ, অভিমান ঝরে যায়,  
শুধু নিজেকে ভালোবাসার পর্ব শুরু হয়।  

তখন আর তেমন কিছু টানে না,  
নিজের গভীরতায় মেলে প্রশান্তি।  
মনের নিরুত্তাপ আলোতে,  
জ্বলে ওঠে জীবনের শেষ প্রদীপ।  

একটি বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়,  
নিজের সঙ্গই একমাত্র শান্তির ঠিকানা।  
পৃথিবীর কোলাহলে, মনের নির্জনতায়,  
নিজেকে খুঁজে পাওয়াই সবচেয়ে বড় পাওয়া।