খুশির রঙে রাঙা আকাশ,
আলো ঝরে চাঁদের মুখে,
ঈদের সকালে বাঁধনহারা,
হাসির সুরে মনটা দুলে।
নতুন সকাল, নতুন আশা,
সাজবে পথ, সাজবে প্রাণ,
দুঃখ ভুলে সবাই হাসবে,
ভালোবাসা হবে দান।
তাকবিরে মুখরিত মসজিদ,
নামাজ শেষে কোলাকুলি,
একই সুখের সাগর বয়ে,
সবাই যেন এগিয়ে চলি।
মিষ্টি মুখে মিলবে সবাই,
ভুলে যাবে সব বিভেদ,
দুঃখের মাঝে সুখের সুর,
বাজবে তপ্ত, করবে হৃদয় ছেদ।
স্নেহ-মায়ায় মোড়া থাকুক,
প্রাণের মাঝে চিরকাল,
ঈদের আমেজ ছড়িয়ে পড়ুক,
ঈদ মোবারক বার বার।