ডিজিটালের দুনিয়ায় এলো এক নতুন চোর,  
আঁধারেতে নয়, সে লুকায় ডিজিটাল ঘোর।  
অদৃশ্য হাতে চুরি করে তথ্য, পরিচয়,  
কোথাও ফাঁক পেলে, সে ঢোকে নির্দ্বিধায়।

ব্যাংকের পিন, ফেসবুকের লগইন,  
সব যায় তার হাতে, জান্তে-অজান্তে ,দিনে-রাতে।  
ফিশিং লিঙ্কে ফাঁদ পেতে বসে,  
তোমার এক ক্লিকে সব সে চেলে যাবে তার হাতে।

ফোনে বাজে কল, প্রলোভনের ভাষা,  
এত সহজেই ফাঁসিয়ে নেয় তৃষ্ণার্ত আশা।  
অনলাইন কেনাকাটায় ভুল পথ দেখায়,  
বিশ্বাস ভেঙে প্রতারণার বিষ সে ঢুকায়।

প্রতিকার ও করণীয়, সতর্কতার পন্থা,  
তথ্যকে রাখো সাবধানে, গোপনীয় সুরক্ষা।  
দুটি ধাপের নিরাপত্তা ব্যবহার করো,  
অচেনা লিংক, ই-মেইল এড়িয়ে চলো।

নতুন সফটওয়্যার ইন্সটল করো সতর্কে,  
ভেরিফাইড সাইট ছাড়া এনক্রিপশনে রাখো জ্ঞানে।  
পাসওয়ার্ড হোক শক্তিশালী, নিয়মিত বদলাও,  
একবার ভুল হলেই তথ্য নিবে ডিজিটাল চোরে।

সতর্ক থাকো, বুঝে রাখো প্রযুক্তির মানে,  
অন্যথায় হারাবে সব, অনুতাপে মলিন প্রাণে।  
ডিজিটাল চোরের বিরুদ্ধে থাকো দৃঢ়প্রতিজ্ঞ,  
প্রতিরোধে নিজেকে করো প্রযুক্তির প্রহরী,সৎ,আধুনিক ও অদম্য।