ডেটার দুনিয়ায় হেঁটে চলি,
ডেটার অবদান কেমনে ভুলি?
ডেটায়-ডেটায় তথ্য হয়,
আর তথ্য দিয়ে বার্তা।
ডেটা ছাড়া দুনিয়ার খবর,
কেমনে তুমি রাখতা?

তথ্য হবে অর্থ বহুল;
ডেটার নাইকো অর্থ।
শব্দ যদি তথ্য হয়,তবে
অক্ষর হবে ডেটা।
শুধু ১২ ডেটা হবে;
বয়স ১২ হবে তথ্য।

ডেটা আর তথ্য, যেন বিদ্যুতের ই ঢেউ,
তারে বেতারে চলে যায় ওপারে, দেখে নাতো কেউ।
তথ্যের আবরণে ঢেকে থাকে ডেটা,
মনে হয়,আকাশ টুকু যেন কালো মেঘে ঢাকা,
ডেটা তোমার মনের ভাষা তথ্য যেন মন,
ডেটা-তথ্যে সংযোগেতে হবে মনের মিলন।