কম্পিউটার, নিতান্ত এক বোকা যন্ত্র ৷
নতুন করে তৈরি হয়েছে চার্লস ব্যবেজের দ্বারা ,
নিজে থেকে কিছু করতে পারেনা,
ইউজার ধরা ছাড়া ।
তুলনায় সে মানুষের মতো হাত,পা,মাথা ছাড়া ।
মানুষের মতো কাজ করে সারা,
হয় না কভু দিশেহারা ।
তিনটা অঙ্গে গঠন তাহার,মানুষেরই চিন্তাধারা ।
বাংলা ও না হিন্দি ও না,
বোঝে শুধু মেশিনের ভাষা ।
কতো শতো কাজ করে সে ধারার;
নিরন্তর দক্ষতার দ্বারা ।
কতো স্মৃতি সে ধরে রাখে যে,
তার ডিস্ক মেমরির দ্বারা ।
কতো সময় সে নিয়ন্ত্রণ হারায়,
নিষ্ঠুর হ্যাকারের দ্বারা ।
ইউজার দ্বারা নির্দেশিত হয়ে ,
হার্ডওয়্যার দ্বারা করে কাজ সে,
সফটওয়ারে তাহার সমন্বয় করে ;
কোন প্রকার ভ্রান্তি ছাড়া ।