ছোটবেলার সেই রোদেলা দুপুর বেলা ,
কুয়াশা ঢাকা একেকটি সকাল বেলা।
দৌড়ে বেড়ানো মাঠে মাঠে,
বন্ধু-যোগে সাঁতার কাটতে যেতাম পুকুর ঘাটে।
মায়ের ডাকে ভোরের ঘুম ভাঙা,
বাবার হাত ধরে মক্তবের পথে হাঁটা।
কাঁধে বই, চোখে ঘুম ঘেরা স্বপ্ন,
শীতের কুয়শা কেটে শিক্ষালয়ে রওনা।
বাঁশপাতার নৌকায় বৃষ্টির ফোঁটা জমা।
পুকুরের জলে ভাসা কচুরিপানা,
গ্রামের পথে সন্ধ্যার আলো-ছায়া।
জোনাকির আলোয় আঁকা গল্প,
পড়ার টেবিলে হাজারো রঙিন চিত্র।
লুকোচুরি খেলা,ফল কুঁড়াতে গাছে ওঠা,
দুপুরবেলা আম-জামের ভর্তা মাখা।
দাদার মুখে রূপকথার গল্প,
রাতের আকাশে তারার মেলা।
কোথায় গেল সেই দিনগুলো,
স্বপ্নের মত হারিয়ে গেছে সব।
মন চায় ফিরে যেতে আবার,
আজও বয়ে চলে স্মৃতির হাওয়া,
মনে পড়ে ছোট্ট সেই আমি।
শত ব্যস্ততার মাঝেও হঠাৎ,
ছোটবেলার ডাক শুনি চুপিসারে।