আর কত দিন কারফিউ,
আর কত শত হত্যা,
আর কত অন্যায়-অত্যাচার;
আর কত জুলুম-নির্যাতন,
আর কত বাকরুদ্ধতা,কপটতা ;
আর কত হলে বৈষম্য;
বোবার খুলবে মুখ।

কেউতো পারেনা,কইতে কথা,
আর সইতে নির্যাতন।
এবার দিয়েছে রিজিকে থাবা,
আর কোটায় গিলেছে জাতি।
তাইতো জেগেছে ছাত্র-জনতা
অধিকার আদায়ের লাগি।
চেয়েছিল তারা অধিকার,
হয়ে গেলো তারা রাজাকার।


আন্দোলন, আন্দোলন, আর আন্দোলনে,
আঘাত, সংঘাত আর স্বৈরাচারের গুলিতে,
শহিদ হয়েছে সাইদের মতো হাজারো প্রতিচ্ছবি।

দাবি মোদের একটাই;
কোটা প্রথার সংস্কার চাই;  
সংস্কারের দাবি বিলম্বতে,
বাড়লো দাবি নয় দফাতে।
ছাত্র জনতার ঐক্যতে,  
ঠেকলো দাবি এক দফাতে।
চেয়েছিলাম শুধু পদত্যাগ,
আশা করিনি দেশত্যাগ।  

ছাত্র জনতার উল্লাসে,
ঈদ উদযাপিত সারাদেশে।
তাইতো আমায় বলতে হয়;
ছাত্র আন্দোলন বৃথা নয়।
যুগে-যুগে ছাত্ররাই;
রক্ত দিয়ে ইতিহাস বদলায়।