সুনসান আকাশ, নিস্তব্ধ রাত,
স্বপ্নের জাহাজ ছুটল চাঁদের প্রান্ত।
নীল গ্রহ ছাড়িয়ে অজানার পথ,
মানবজাতির প্রথম সাহসী গমনের শপথ।

নীরবতায় ভরা চাঁদের ধূসর ভূমি,
পা ফেলল নীল আর্মস্ট্রং, ইতিহাস গড়ে তুলল রূপময় কাহিনি।
"মানবের ক্ষুদ্র এক পা," বললেন তিনি,
"কিন্তু মানবজাতির জন্য এক মহৎ সীমানা পেরোনো গল্প সেখানি।"

নক্ষত্রদের মাঝে ভাসমান তাঁরা ,
মাধ্যাকর্ষণহীন এক অদ্ভুত পরিবেশ।
ধূলিমাখা চাঁদ যেন রূপকথার দেশ,
প্রত্যেক ধাপে হৃদয়ে ভরে উঠল এক অপার উল্লাস।

পৃথিবী তখন এক ক্ষুদ্র নীল বিন্দু,
চাঁদ থেকে দেখা হয়ত মানবের নতুন চিন্তাসূত্র।
তারা ভাবল, এই মহাকাশে আমরা ক্ষুদ্র,
কিন্তু আমাদের কল্পনা সীমাহীন, অদম্য, সুদূর।

যাত্রা শেষে ফিরে এলো তারা নীল মাটিতে,
কিন্তু রেখে গেল গল্প চাঁদে গমনের স্মৃতিতে।
প্রজন্মের পর প্রজন্ম জানবে তাদের নাম,
প্রথম চাঁদে গমনের সেই চিরন্তন মান।

সীমাহীন স্বপ্নে লুকিয়ে সাহসিকতার নেশা,
মানবজাতির অগ্রগতির শুরু হয় নতুন দিশা।
চাঁদে পা দিয়ে শুরু হল কাহিনি নতুন,
যেখানে আকাশই নয়, মহাজগৎও হবে অর্জন।