মানব মনন ছুঁয়ে যায় এক অন্য আলো,
সীমাহীন চিন্তায় তৈরি এক নতুন ভালো।
মেশিনের মগজে আজ বুদ্ধির ঢেউ,
জীবন বদলে দিচ্ছে,থামাতে পারছে না কেউ।
পথচলায় সঙ্গী যে, বোঝে মনের ভাব,
গাড়ির চাকা চালায়, জানে রাস্তায় মাপ।
ডাক্তারি ভুল নয় আর, রোগের ছাপ দেখে,
মৃত্যু-কণ্ঠে গায় সুর, জীবনে বাঁধে রেখা।
চিত্র আঁকে আপন হাতে, লেখে গল্প,গান,
অভিনয়েও ছাড়ায় মুগ্ধতার সন্ধান।
তবু কি জানি কেমন করে শিখলো সে কথা?
কোডের মাঝে জেগে ওঠে মানবিক ব্যথা।
তথ্যের সাগর হতে, শেখে দিন-রাত,
নতুন এক সৃষ্টিতে বানায় সৃজনশীল হাত।
তবুও প্রশ্ন থাকে—এই পথ কোথায় যায়?
মানুষ কি হেরে যাবে? নাকি মিলবে ভালোবাসায়?
বুদ্ধি যখন কৃত্রিম, হৃদয় কোথায় তার?
মেশিন কি জানে দুঃখের মর্ম, কান্নার ভার?
কিন্তু আশা রেখে বলি, সৃজনের এই পথ,
মানবতার সঙ্গে চলুক, থাকুক ভাল, করুক শপথ।