বিট আর বাইট চালিত সেই অদৃশ্য জগৎ,
তথ্যে ছলে ছলে বিটে দের ভ্রমন।
শূন্য বা এক, ছোট্ট সেই বিট,
আট বিটের বাঁধনে একটি বাইট।
প্রতিটি শব্দ, সংখ্যা কিংবা গান,
সবই তো তাদের হাতে গড়া প্রাণ।
বিটের ভাষায় গড়ে ওঠে কথা,
শূন্যের মাঝেই লুকানো থাকে ব্যথা।
তাদের ছোঁয়ায় পৃথিবীটা ঘোরে,
নতুন সম্ভাবনার দিগন্ত পাড়ি দেয়।
শূন্য আর একে বাজে জীবন সুর,
ডেটার ছন্দে হারিয়ে যাই অনেক দূর।
বাইটের প্রবাহে , সীমাহীন আকাশে,
তাদের হাত ধরেই প্রযুক্তির বিকাশ।