বাংলা ভাষার কবি হবো—জাগে মনের সাধ,  
জানতে হবে অন্ত-আদি, শহীদ দের আত্মনাদ।  
শিখতে হবে বাংলা ভাষা, স্বপ্ন জাগায় মনে,  
যতি চিহ্নে আর বর্ণে মিলে লুকিয়ে থাকে বাক্যের কোণে।

বর্ণ থেকে শব্দ গড়ে, শব্দে বাক্য বোনে,  
পাঁচটি পদের খেলায়, ভাষার ছন্দ বাঁধে।  
দুটি ধাপেই বর্ণ সাজে—স্বর আর ব্যঞ্জনধ্বনি,  
সব মিলিয়ে পঞ্চাশ বর্ণে গাঁথা এক ভাষাবাণী।

অ, আ, ই, ঈ—এই স্বরের মিঠা কোলাহল,  
স্বপ্নে ভাসায়, আবার কখনো অন্তরে দেয় স্নিগ্ধ বায়ুজল।  
ক, খ, গ, ঘ—বর্ণমালার সুরে বাঁধা জীবন,  
নতুন বাক্যে সেজে ওঠে জগতের মায়াবী  মন।

একটি বাক্যে সুখ লুকানো, আরেকটি বাক্যে বেদনা,  
বাংলা ভাষায় জাগে আমাদের স্বাধীনতার চেতনা।  
এই ভাষা যে আমাদের প্রিয়, জাতির গর্বের গান,  
মুক্তির পথে জ্বলে ওঠে ভাষা শহীদদের প্রাণ।

বিরাম চিহ্ন দেয় বিশ্রাম, কখনো প্রশ্ন, বিস্ময়ে বাঁধা,  
কমা, দাড়ি, উদ্ধরণে মেলে ভাষার প্রশান্তির আভা।  
বাক্যের শেষে বিন্দুতে থেমে থাকে নীরবতা,  
শব্দের অলংকারে বাঁধা, নতুন ছন্দে হয় সৃষ্টির মুগ্ধতা।

বর্ণে-বর্ণে রঙিন ছবি আঁকি আমি বাংলা ভাষায়,  
এই ভাষায় লুকায় আশা, স্বপ্নের ছোঁয়ায় জীবন তাজা।  
ভাষার বুকে জাগুক সুর, জাগুক নতুন প্রাণ,  
বাংলা ভাষার ঢেউয়ে বাজুক ভালোবাসার গান।

আহা ! কি মধুর ভাষা,
সালাম-রফিকের রক্তে বাংলা ভাষার আশা।