পথে চলে নিজে নিজেই, বুদ্ধিমানের বাহন,
চালক বিহীন গাড়ি যেন প্রযুক্তির আসন।
চাকার ঘূর্ণনে সে জানে, কোথায় যেতে হবে,
মানুষের স্পর্শ ছাড়াই দিগন্তে ছুটে সবে।
চিনে নেয় সিগন্যাল, বুঝে রাস্তার মানচিত্র,
পথে বাধা এলে সে থামে, যেন বাহন আমার সত্য পথের মিত্র।
সেন্সরে সজ্জিত তার চোখ আর কান,
বাতি জ্বালিয়ে করে সংকেত প্রদান;
আশ্চর্যের গাড়ি যেন কৃত্রিম প্রযুক্তির প্রাণ।
এমনকি ডেটা থেকে নিজেই নেয় সে সিদ্ধান্ত,
বুঝে নেয় ঝুঁকি কোথায়, রাখে যাত্রী নিরাপদে আগলে।
হর্ন,রাডার, ক্যামেরার চোখে সব দৃশ্য দেখতে পায়,
দিক বদলায় সূক্ষ্মভাবে, যেন অদৃশ্য এক চালক আছে ভিতরে।
একা চলা সেই গাড়ীর নেই কোন ক্লান্তি,
গন্তব্যে এলে থেমে যাবে আপনা-আপনি।
যান্ত্রিক জগতে, গতি আর বুদ্ধির এক মিলন মঞ্চ,
"অটোনোমাস কার" আমাদের কল্পনার অংশ।
বদলে দিচ্ছে চালকের ধারণা, আশ্চর্য এই বাহন,
স্বয়ং চালিত এ গাড়ী কৃত্রিম প্রযুক্তির এক মহান প্রমাণ।
ভবিষ্যতের হাত ধরে আমাদের নিয়ে যায় দূরে,
"অটোনোমাস কার", সম্ভব হয়েছে কৃত্রিম বুদ্ধির ফলে।