ত্রিপুরা ঘেঁষি দীর্ঘ শ্বাসি সেই নতুন গাঁয়েতে,
স্বপ্ন বুনি ফসল গড়ি , মন আঙিনাতে ।
সরল সোজা দুঃখ ভোলা মানুষগুলিকে,
গড়া ফসল নতুন করে শ্বাস দিয়ে যায় শীতের আদিতে।
স্বর্গ- ময়ী শ্যামলা-ময়ীর পূর্ব দিগন্তে ,
যখন সূর্য হাঁসে ; ফসল ভাসে; কৃষক ললাটে ।
ধর্ম-শালী বিচারা-ময়ীর নীতির সোপানে ;
ধর্ম গড়ে বিচার চলে কোমল নীতিতে ।
শিক্ষার আলো দিগুন জ্বলিলো তাঁর আদা নিবু বেশে ;
দারিদ্রতা তাহার ভাঙল মেরু প্রশম করিতে আলো ।
খেটে খাওয়া মেহনতি মানুষ আমার;
দু মুঠো ভাত জুড়াতে হাঁপানি তাহার।
জীবনের বোঝা বয়ে ক্লান্ত সে জন ,
তবুও থামেনি কোনো অঙ্গ।