আল কুরআন আল্লাহর বাণী,
নাযীল হয়েছে রাসুলের নামে।
১০৪ খানা কিতাবের শ্রেষ্ঠ কিতাব,
আল ফুরকান, যেটাকে বলা চলে।
১১৪ সুরায় বিভক্ত যে কিতাব,
২৮ টি নাযিল মক্কাতে হয়;
আর ৮৬ টি হয় মদীনাতে।
৭৭,৪৩০ শব্দের যে কিতাবে ;
অক্ষর সংখ্যা প্রায় ৩,২৩,৬৭১ টি ।
৩০ পারাতে বিস্তারের যে কিতাবে;
সর্গ সংখ্যা ৮ আর নরক আছে ৭ টি।
৬,২৩৬ সংখ্যক আয়াতের যে কিতাবে,
মোট রুকু আছে ৫৫৮ টি।
উল্লেখিত নবী ২৫ জনের,
সর্বশেষ ছিলেন মুহাম্মদ (সঃ)।
২৮৬ আয়াত আল-বাক্বারাতে,
আর মাত্র ৩টি আল-কওসারে।