শির উঁচু করে চলে, করে না আল্লাহর আরাধনা,
কথায় সে ঝরে সোনা, কিন্তু হৃদয় থাকে সদা পাথর।
জীবনের মঞ্চে সেই নায়ক,সে সবার সেরা,
কোনো খেলায় হারে না সে , হারায় আপন ভেলা।
নিজেকে সে দেখে সিংহের মতো,গর্জনে বিড়াল যেন;
মুখের হাসি দাম্ভিকতার, সাজানো ধূসর চিত্র।
প্রতিটি কথায় গর্বের ঝলক,
জীবন সে বাঁচায়, অহংকারের।
বন্ধুত্বের বন্ধন থেকে দূরে থাকে সে ,দেয় নাক কভু ধরা,
শুধু নিজের উন্নতি, কাহিনী তার সোজা।
অহংকার আয়নায়, মুখ দেখে যে ভয়,
বড্ড একা লাগে, যখন হয় সকলের হাহাকার।
আসলে অহংকার তো, এক অন্ধকারে হেঁটে যাওয়া,
নিজের সাথে থাকা, শুধু শূন্যতা নিয়ে কাঁদা।
হোক না সে অসীম, স্বর্ণালী কিংবা কোহিনূর,
অহংকারের ছায়ায়, হারায় জীবনের পূর্ণতা বহুদূর ।
অহংকার ছাড়লে পাবে, সম্পর্কের উষ্ণতা,
মানুষের হৃদয়ে জমে থাকবে আন্তরিকতা।