বর্তমানে অনেকেই প্রযুক্তির বিষয় গুলো নিয়ে কবিতা বা গল্প লিখছেন। সেক্ষেত্রে তারা কবিতার বিষয়শ্রেণী হিসেবে বিবিধ শ্রেণী উল্লেখ করছেন।তাই এডমিনদের দৃষ্টি আকর্ষণ করে আমার বাক্তিগত পরামর্শ হিসেবে আমি বলতে চাই নতুন একটি কবিতা বা গল্পের বিষয় শ্রেণীঃ "প্রযুক্তি কবিতা" যোগ করতে।
ধন্যবাদ।