পানি গেল চুপিসারে পুকুরের পাড়ে;
একনিমিশেই পানি এল উঠানের দ্বারে।
উঠান পেরিয়ে পানি উঠে যায় ঘরে।
এভাবেই উঠলো পানি সিংহ ভাগ নীড়ে।
আমাদের বাড়ি, তাহাদের ঠাঁই,
এমন হবে কেউ কভু ভাবি নাই।
নির্ঘুম চোখে হতাশার মুখে,
তারা ঘর ছেড়ে, রেখে গেল নির্জন ভিটে;
ডুবনো গাঁয়ের রাস্তার উপর চললো নৌকা সারি সারি।
কাহারো আঙিনায় ভেসে চলেছে জোয়ার ভরা নদী,
বিদ্যুত ও নাই ,যোগাযোগ ও নাই;
কীভাবে যে বার্তা পাঠাই?
দূর প্রবাসে রইলেন যারা ;
দুঃ চিন্তা করলেন তারা ।
পানি বাড়ছে, কমছে আশা,
আতঙ্ক যেন সর্বনাশা।
নিজ গাঁয়ে ইতিহাস গড়া এই বন্যা,
আর কভু দেখতে হবে কিনা জানিনা।