আমাকে ভুলে যাও,
যেমনটা ভুলে যাওয়া হয়;
মানুষের মৃত্যুর পর।