আমি তারে ভালোবাসতে বললাম,
ভালোবাসলো ঠিকই ;
তবে আমারে নয় অন্য কাউরে।
মাঝখানে আমার সাথে
ভালোবাসার রিহার্সাল করলো।