অনেকদিন পর কবিতার চিঠি পেলাম
তোমার কি কোন কিছু হইছে?
নাকি এখনো বেকুবের মতো
সরকারি চাকরির পিছনেই হাঁটতেছো।
আমার বিয়ে হয়ে গেছে
জামাই সরকারি চাকরি করে
বেশ যত্নেই রাখছে
এইতো কয়দিন আগে বেইলি রোড থেকে
নীল রঙ্গের সিল্ক শাড়ি কিনে দেয়।
আচ্ছা ;
তোমার কি এখনো নীল রং পছন্দ
জানো এখনো ইচ্ছে করে মাঝে মাঝে
তোমার হাত ধরে ফুটপাতে শাক্ষী হই
আমার পরনে নীল শাড়ি
তোমার পরনে নীল পাঞ্জাবী।
তোমাকে ভুলে গেছি প্রিয়
ভুলে গেছি,
মানুষ বলার জন্য বলে ভালোবাসি
আমিও বলেছিলাম
তোমার জন্য এখন আর ভালোবাসা খরচ করতে চাই না।