তোমাকে মন ভরে দেখতে চেয়ে
অনুরোধ প্রেরন করলাম।
তুমি চুপসি হয়ে অনুরোধ ফেলে দিলে
আমি নিরলস ভাষায় বললাম;
থাক!
তোমাকে অন্যমানুষ কাবিনে ক্রয় করেছে দেখার জন্য,
আমি না দেখার লোক,
তোমারে দেখার লোভ না হোক।
আমার চাপাশব্দের বকবকানিতে শুনা গেল,
তোমাকে দেখার স্বাদ,
মিটলো না।
তুমি কবির ভাষা বলে
ঠেলে দিলে জ্বলে।
জানো!
আজকাল আমি নিজেনিজে কথা বলি।
মনের সুখে কথা বলি
মনের দুঃখে ও বলি
মনে হচ্ছে ;
কতগুলো ক্যালেন্ডার ভর্তি বিচ্ছিরি কষ্ট,
খালি পায়ে আমার বুকে বয়ে বেড়াচ্ছে।
২১-৮-২৩