মাঝখানে সরু পথ
দু'পাশে দালান সারি সারি,
এক অপরের প্রতি
ভরা ভালোবাসার হাঁড়ি।
মসজিদ, দালান, পুকুর,বাগানে-
রাজকীয়ে গড়া;
মিলেমিশে আছি আজও মোরা।
উত্তর -পূবে বিল ক্ষেতে ভরা,
দক্ষিণ-পশ্চিমে বাড়ি বাগানে ছড়া।
বিপদে আপদে থাকি
সবাই সবার পাশে,
কারও দুঃখে কেউ নাহি হাসে।