যদি আবার দেখা হয়
যদি আবার ফিরে আসি।
যদি তুমি ফিরে আসো
সেই পুরনো গাছের তলায়।

যদি কোনদিন সময় থেমে যায়
থেমে যাই আমরা।
যদি পুরনো সম্পর্ক
জেগে ওঠে সময় থামার আগে।
যদি ঘুমোনো কবি
জেগে উঠে লেখে নতুন কবিতা।

সেই দিন যদি তুমি ফিরে আসো
অপেক্ষার শেষ যদি হয় সেইদিন।
ভালোবাসা যদি হয় অমলিন
যদি প্রথম সংকলনের বার্তা আনে
সেই মৃত পাখি।

সেই দিন আমরা বাঁচব নতুন করে
ভালবাসবো সেই দিন।
নিজেকে চিনাবো তোমাকে
আরো নতুন করে।

প্রতিটা মনের জমানো কথা
সেই দিন বলব তোমাকে।
বলবো প্রতিটা মনের কষ্ট
বাঁচাবো প্রতিটা মনের স্বপ্নকে।

সেই দিন জ্বালাবো
নিভে যাওয়া ভবিষ্যত প্রদীপ।
নীলচে আলোয় দেখব তোমাকে
আরো কাছ থেকে আপন করে।

দেখবো আমি সেইদিন
আমাদের ভবিষ্যৎ কে।
পিছনে ফিরে দেখব আমি
নিভে যাওয়া অতীত প্রদীপ টাকে।