অন্ধ রাতে একলা ঘরে
নীরব তুমি একা।
এ আলো ছিনিয়েছে য়ারা
করনা তাদের তুমি ক্ষমা।
জ্বালানো আগুন নিভি ওনা তুমি
জ্বলতে দাও তাকে।
দিকসে ছারখার করে পৃথিবী
জলন্ত অগ্নি দহে।
লানছনা আর আপমান
যাদের করেনা আঘাত।
স্বাধীন পৃথিবী কে যারা
করেছে বহুবার ছারখার।
ঘুমন্ত শিশু ছিনিয়ে ছে
যারা মায়ের কোল থেকে।
কত সে মায়ের মৃত্যু রক্ত
মেখে ছে যারা গায়ে।
কতসে বোনের অঙ্গ লজ্জা
ছিনিয়ে ছে যাদের হাত।
হে জননী জন্মভূমী
আর থেক নাকো চুপ-চাপ।
নীরব থেকো নাকো
চুপ করি।
জ্ব৷লা ও আগুন
ধ্বংস করো।
তুমি গড়-হে.....
সুস্থ ভারত বসি।।