আজ সেই দিন
বস্তা পচা প্রেমের গল্পের
দু-লাইন শুনিয়ে ছিলে তুমি।
বৃষ্টি নামা শহরের পথে
ভাঙা চায়ের সেই দোকান।
তার পড়ন্ত দেওয়ালে
লিখে রেখেছে সে কথা।
সহজ সাধ্য মন ভোলে
এমনই কিছু বানানো কথায়।
হাজারো স্বপ্ন দেখে চোখ
ঝড়া বর্ষার জল কনায়।
সে প্রতিশ্রুতি?
যা ছিল তোমার গল্পের
প্রথম লাইন!
সে গল্প আজি মিথ্যে,
প্রতিশ্রুতি ওই বা কি দাম থাকে?
ছদ্দবেশী সহস্র চরিত্র মাঝে
ওই চোখ চিনে নিতে।
ভুল করেছিল এ মন
ভুল করেছিল এ বিশ্বাস।