এভাবে হয়তো একা বাঁচা যায়
তবু যেন কাউকে দরকার হয়
বাঁচার ইচ্ছের ভাগটা হয়তোবা
তাকেই কিছুটা দিতে হয় ।।
এভাবে হয়তো আমি মরতে পারতাম
তোমাকে ছেড়ে একাই বাঁচতাম
তবুও তুমি ডাকলে বছর শেষে
নতুন বছরের শুরুতে
দিগন্ত ঘেরা সবুজ মাঠের পরে
আকাশ ও যেখানে শেষ হয়ে গেছে ।।
সেই খানেতে কাজরী
তোমার ভালোবাসা মিশে আছে
ঘাসের বিছানা পাতা
সেই মাঠের ধারে ।।
প্রতিটা নতুন স্বপ্ন
যেখানে দেখা হয়েছিল
যেখানে কাটত সময়
প্রতিটা রাতের শেষে
দিনের পরে ।।
হয়তোবা আমি থাকবো না
ভালোবাসা মারা যাবে
তবু তুমি বেঁচে থেকে
আমায় মনে রাখবে ।।
এইভাবে হয়তো
ভাঙা গড়ার স্বপ্নের মাঝে
সম্পর্ক ভেঙে যাবে ।।
ছিড়ে যাওয়া কুঁড়ির মত
দিক হারা পাখির মত
আমরা উড়ে যাবো
মুছে যাবে সম্পর্ক রেখা
জলের মধ্যে সাদা ফেনার মতো ।।
হয়তো কাজরী ফের ডাকলে
নদী সাগরে যেভাবে মেশে
সেভাবে আমি মিশে যাবো
কাজরী তোমার সাথে।।