হয়তোবা কোনদিনই
স্বপ্ন দেখিনি
দেখিনি আমি
কোনো রাতের
নিভে যাওয়া মোমবাতির
আবছা আলোয়
ঘামে ভেজা প্রথমদিনের
সংকলনের অন্ধকার।।
তবুও আমি বুঝি
বুঝি আমি সেই দিনের
কাজরী মৃদু ভালোবাসা
ভেঙে যাওয়া পুতুল খেলার
চাপা সেই কষ্টটা।।
সময় থামার আগেই
ঝরে যাওয়া গোলাপ
কাজরী তোমায় পারিনি
আজও ভুলতে।।
না হওয়া মিলন
আজো ডেকে যায়
তার চেয়েও বেশি
তোমায় হারানোর ব্যথা
মন কে কাঁদিয়ে যায়।।
অবসন্ন জীবনে আমি
ছবি হয়ে আছো তুমি
শুধু আছো তুমি।।