আমাতুল্লাহ জেগেছে দেখো,
জেগেছে বীরাঙ্গনা মুসকান।
জালিমের বুক থরথর কাঁপে,
খাঁচা ধরে দাও টান।
এক হও মুসলিম এক হও!
ভুলে সব দ্বিধা-অভিমান।
পেরিয়ে সব বাধা, অকূলপাথার;
ধ্বনি তোল আল্লাহু আকবার,
ঈমানের তেজস্বী বলিষ্ঠ কন্ঠ ;
"আল্লাহু আকবার,আল্লাহু আকবার"।
সামনে তোমার অকূল পাথার,
ইহুদী নাসারার ঢল।
সত্যের পক্ষে বীরাঙ্গনা,
একাই একটি দল।
ইসরায়েলি কুকুরের ১৫ টি গুলি
ঝাঁজরা করেছে বুক,হাত,পা।
তবুও তুমি নিকাব ছাড়ো নি'
শহিদাতুল নিকাব হাদিলা সালহ।
পর্দা তোমার অলংকার নারী,
পর্দা তোমার অধিকার।
জীবন বিকিয়ে দেও,
একচুলও হবে নাকো ছাড়।