"বুলেটের শ্রাবণ ধারা"
                                          শাহ্‌ নেওয়াজ
আজ পহেলা শ্রাবণ।বর্ষাকাল।
আসমান থেকে বৃষ্টি না ঝরলে ও জমিনে প্রবল বর্ষণ হয়েছে।
মুহুর্মুহুঃ বুলেটের শ্রাবণ ধারা।
৬.৫ গ্রাম ওজনের বিষাক্ত বৃষ্টির ফোটা ঝাঁজরা করে দিয়েছে আমার ভাইয়ের বুক। ছিন্ন বিচ্ছিন্ন করেছে মস্তক।রক্তাক্ত করেছে আমার বোনের গোটা শরীর।রিক্ত করেছে আমার মায়ের কোল।
শ্রাবণ ,আমাকে ভেজাতে না পারলেও - আমার ভাই ,আমার বোন ঠিকই
লাল ,টকটকে লাল তাজা রক্ত ঝরিয়ে ভিজেছে দিনভর।

না ,অভিমান নিয়ে লিখতে বসি নি।কাপুরুষ দের কিসের অভিমান।
নিরস্ত্র যে বীর ,বুলেটের সামনে বুক পেতে দিয়ে জীবন বিকিয়ে দেয়
অভিমান তার জন্য।
যে ভাই তার নিরস্ত্র ভাইকে গুলি করে ,
শহীদ করে , তার উপর অভিমান।
রোজ হাসরে জবাব কি দেবে ভাই  ?
আসবে যখন শাস্তির ফরমান।।
আহ‌!মর্গের এক কোনে পড়ে আছে আমার ভাইয়ের নিথর দেহ,
প্রাণবন্ত ,সজীব সতেজ নিরীহ মানুষগুলোর প্রাণবায়ু উবে গেছে।
আহ‌! কি নৃশংস!কি  নির্মম।
শ্রান্ত লোচন,মাতম করি ।।
কষ্ট ভীষণ বুকে, দুঃখ ভারে নুয়ে,
অশ্রু ঝরে, অঝোর ধারায়
চোখের দু'বাঁও বেয়ে।।
আরও একবার রঞ্জিত করি,চল বাংলার পথঘাট;
আরও একবার চৌচির করি,হৃদয়ের চৌকাঠ।
মানুষের জীবন যখন হতাশা গ্রস্ত হয়?
শূন্যতা ঘিরে ফেলে চারিদিক।রিক্ত জীবন হয়ে পড়ে অবসন্ন।
তবুও নিশ্চিত জেনে রেখ,আসার রানী একদিন জানালা উন্মুক্ত করে আসবেই--