ভরা বাঁধরে খুঁজতে যেওনা আমায়
দেখো সেতায়ে পাবে নাকো অন্যথায়।
প্রদীপ জ্বালিয়ে রেখ না অন্ধকারে
তৃষ্ণায় ফেটে যাবে বুক তোমার।
আশার আলোর তরী বেয়ে শ্রাবণের দিনে
অভিমানে যেওনা জ্যোৎস্নার মৃদু দখিনা বাঁশ ঝাড়ে।
ক্ষুদ্র কাতর গহিনের চরম বেদনার উষ্ণতায়
রেখ না আমায় মনের কুটিরের মোহনায়।
বিষের গান বাজিয়ে নিস্তব্ধ করে দিও না
জাঁকালো ক্রান্তিলগ্নে নীল চাদরে ঢাকিও না আমায় ।
ফল শ্রুতিতে বিভরমগ্নে লুঠিয়ে পরবে মৃত্তিকায়
বাসন্তীতে ফোটবেনা ফুল তোমার বাগানে ।
আসতে পারি শিয়রে তোমার স্বপ্নচূড়ার মাঝে
ছুঁয়ে যাবে পাঁজরের হৃদস্পন্দন শিশিরের ভেজাতে।
শুভ্র মেঘের ভেলাতে উড়িয়ে নিব আঁচল খানি
সুদূর পানে সুখের নীড়ে ভাসাব ভেলা দুজন মিলে ।