ভাসাই দখিনা বাতায়নে দমকা হাওয়ার তরে
লিখেছি প্রিয় তোমার মনের আপন নীড়ে।
যা ছিল দিয়েছি উজাড় করে সুখ পাখিটির ডানায়
উত্তর দিও নিপুণ হাতের কোমল ছোঁয়ায়...।