কই গেলা সখিনার মা
আইজ মনে হয় ঝড় আইব আসমানে ভার ধরসে
দাও তো দেহি কাচিডা
আমাগো মতিন মিয়ার ক্ষেতের আইল থেক্যা
কতলা ঘাস কাইট্যাঁ নিয়া আহই
গরুডার শলডা বালা না
অহনই যাওয়া লাগব
কইতাছিলাম কি মাইয়্যাডার দুই দিন আগে পোলা বিয়ান দিছে
এত্তুনি বাডিডা নিয়া খোঁয়াড় থেক্যা গাইয়ের দুধ আইনা দিতা
ত অইলে মনে অয় ছুক্কাডা ছোকটি খুইলব
কছ কি তুই গরুডা আমার থিন দিন ধইরা কাতরাইতাছে
গোয়ালের খেড়র মদ্যে ফইরা
আর তুই কছ
ফাজনডা দিইয়া ফিডাইয়া হাড় মার বাইঙ্গা লামু
এই কইয়া দিলেম ।