তুমি ছুঁয়ে দিলে অবলীলাক্রমে আকাশ ফেটে, বৃষ্টি নামবে অখিলে
তুমি স্পর্শ করলে নির্ভীক চিত্তে পাড়ি দিতে পারি ,টেমস নদী
তুমি ডাকলে অবেলায় চলে আসতে পারি ,ঘূর্ণিবায়ু পেরিয়ে স্বেচ্ছাচারী হয়ে
তুমি ইশারা দিলে কোমল চোখের চাহনিতে ,ছুটে আসবো মরূদ্যান ফেলে
তুমি হাসলে ফুল ফুটে ঝরে যাবে বাগানের কার্নিশে,স্বতঃস্ফূর্ত ভাবে
তুমি কাঁদলে অনায়াসে জোয়ার ভাটার সৃষ্টি হবে ,তিক্ত সূক্ষ্ম নদীর বুকে
তুমি চাইলে ঘোলা জলের পুকুরের গভীরে,শ্যাওলার ফুল ফুটা তে পারি,নিমেষেই
তুমি কথা বললে চন্দ্রিমার আলো ভেসে, বেড়ায় বাঁশঝাড়ের মাথার উপর
তুমি হাঁটলে সবুজের মাঠের আইল ঘেঁষে ,মৌমাছিরা পিছু নেয় উদাস মনে
তুমি পায়চারি করলে নদীর ঘাটে ,মাঝি মাল্লা রা গানের সুর তুলে, ব্যাকুল হয়ে
তুমি শিঞ্জনের সিম্ফনি দিলে,নদীর বুকে চাঁদ জেগে উঠবে ,আঁজলা আঁচলি ভরে
তুমি দু ভুজে কোমল পরশ দিলে,সাত সাগর তের নদী পাড়ি দিয়ে,আসতে পারি, উড়নচন্ডীর ন্যায়
তুমি শুধু একটি বার শুভ্র মেঘের ভেলায় খোলা আকাশের নীড়ে,শাড়ির আঁচল উড়িয়ে দেখো;
কেমন আড়মোড়া হয়ে,আমি ছুটে আসি ,তোমার দীপ্ত যৌবনের উত্তাল তরঙ্গে ।