এক স্নিগ্ধ উষা লগ্নে বি ভর স্বপ্নে মগ্ন
উষ্ণ সুরে অধীর লগ্নে শিয়রের তরে
শিউলি র ঘ্রাণে চিত্তে র গহিনে ঊথলা কণ্ঠে
কেউ এসে ডাকে মোরে নিদ্রার ঘরে ।

উদাসীন নয়নে তাকিয়ে থাকি কুমারীর চাহনিতে
মেঘমালা র ন্যায় কেশ যুগল উড়িতেছে কাশ বনের উপর
চেয়ে দেখি আপন গতিতে এগিয়ে আসে
বলতে থাকে প্রিয়তম অপলক চোখে তাকিও না ।
অচেতন হয়ে জেগে উঠি আলতো ঠোঁটের স্পর্শে।।