ফুলে ফলে ভরিয়ে দিব তোমার মন্দির
পূজা থাকবে বারো মাস গভীর রাত্তির পর্যন্ত ।
ঘ্রাণে ঘ্রাণে মুখরিত থাকবে তোমার আঙিনা
অমরাবতী র হুর পরী রা আড্ডা দিবে, চন্দ্রিমা র রাত্রির কালে ।
বাগানের মালী রা ফুলের মালা গেঁথে
নিয়ে আসবে তোমার উদার উঠোনে ।
বিহঙ্গম বসে তোমার নামের জয় গান গাইবে
উদাস মনে, উদগ্রীব ভাবে ।
পলাশ পারুল নীল পদ্ম ফোটাবো
অনায়াসে তোমার আহ্বান পেলে ।
ধূসর ছাই শ্যামবর্ণ রঙ দিয়ে সাজাবো
তোমার ঊষার উর্বর ভরা তটিনী ।
মুড়িয়ে রাখবো আমার মনের চাদর দিয়ে
তোমার মখমল,কেউ যেন দেখতে না পায় ওঁৎ পেতে ।
উচাটন হয়ে থাকতে পারি,
তোমার মেঘের ফোঁটার উষ্ণ কণায় ।
কাক পুষ্ট হয়ে বাঁশি বাজাতে পারি,
তোমার বাতায়নে র ধারে বসে ।
ঝলমলে এক মুঠো রোদ্দুর এনে দিতে পারি,
তোমার কিঞ্চিৎ ভালোবাসা;
যদি পাই এই সুপ্ত গভীর মনে ।