হে রূপসী,
তুমি এত সুন্দর কেন বল,
তোমার রূপের আগুনে জ্বলে পুরছি।
কেন বল,
তোমার চুল,চুল নয় কালো ময়ূরীর বাহার।
তুমি সুন্দর কেন বল,
তোমার ঠোঁট যেন ঠোঁট নয় গোলাপের উষ্ণ।
এত সুন্দর কেন বল,
তোমার শরীর তো শরীর নয় যেন পূর্ণিমার চাঁদ ।
এত সুন্দর কেন বল,
হে সুন্দরী প্রিয়তমা...।।